সাস্থ্য/জীবন যাত্রা

ডাক্তারি পরামর্শ

আপনার বয়সের পরিসীমা দেখুন
আপনি কতগুলো প্রশ্নের উত্তর দেয়ার পর আপনার বয়সসীমা কত জানিয়ে দেবে প্রশ্নগুলো হবে  আপনার ব্যক্তিগত, আপনার চলাফেরা নিয়ে, পরিবার নিয়ে, আপনার পূর্ব পুরুষের বয়স ও রোগ নিয়ে তাহলে আপনার বয়স কত হবে জানতে এই লিঙ্কে প্রবেশ করুন নিচের পেজটা ওপেন হবার পর Birth Date, Gender, Country & Postal/Zip Code দেওয়ার পর Proceed to Calculator এ যান প্রশ্নের উত্তর সিলেক্ট করতে শুরু করুন এবং শেষের পেজটিতে আপনার ইমেল আইডি দিন আপনাকে মেইল করে রেজাল্ট পাঠিয়ে দেবে এবার আপনাদের একটা পরিচিত সাইটের সাথে আবার পরিচয় করে দেব এই লিঙ্কে গেলে তা বুঝতে পারবেন এই সাইটিতে আপনারা Life Expectancy Calculator ছাড়াও Expense Calculator ও Income  Calculator পাবেন তাহলে শুরু করে দিন উত্তর শেষে আপনি সম্পূর্ন ডাটা একসাথে পেয়ে যাবেন ৩য় এই সাইটা একটু ভিন্ন এই লিঙ্কে প্রবেশ করার পর নিচের মতো পেজ আসবে মার্ক করা এরো চিহ্নে ক্লিক করে আপনার বয়স দিন, টাইপও করতে পারবেন অথবা মাউস দিয়ে পাশের রোলারটা উঠা নামাও করতে পারেন ৪র্থ এই সাইটটিতে আপনি ১ম ও ২য় টির মতো খুব বেশি প্রশ্নের সম্মুখিন হতে হবে না সামন্য প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন তাহলে প্রবেশ করুন শেষ জীবনে বছরের পর বছর বিছনায় শুয়ে বেঁচে থাকা এবং হেঁটে চলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্যে অনেক পার্থক্য এ সবি ভাগ্য, হয়তো আপনার কিছু অসচেতনতা, অসতর্কতা আপনাকে পঙ্গু বানিয়ে রাখবে সারাজীবনের জন্য উল্লেখিত সাইটগুলোর কথা বিশ্বাস করার কোন দরকার নাই কেননা ওরা আপনার উত্তরের ভিত্তিতে আনুমানিক আপনার বয়সটা জানাবে  আর আপনি চাইলে মুর্হতে আপনার চরিত্র পরিবর্তন করতে পারেন