মোবাইল টিপস/ট্রিকস

আপনি ইচ্ছে করলে আপনার পছন্দমত Image দিয়ে Mobile এর জন্য থিম তৈরি করতে পারেন। এজন্য প্রথমে এই ওয়েব সাইটে যান পরে রেজির্শ্টেশান করে সদস্য হন। log in করুন। এবার Mobile model নির্বাচন করুন। এবার আপনার পছন্দমত Image দিয়ে থিম তৈরি করুন। এই সাইটে Theme, Flash File, Animation তৈরী করতে পারেন।
*****************************


সেটাপ করুন যে কোন চায়না মোবাইল মোডেম
মোডেম সেটাপ দেয়ার জন্য প্রথমে আপনাকে মোডেম ড্রইভার সফটওয়ারটি ডাউনলোড করতে হবে। এইখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোডের পরে আনজিপ করুন। আপনার মোবাইলটি ডাটাকেবলের সাহায়্যে পিসিতে সংযুক্ত করুন। কোন অপশন এলে সেখান থেকে কমপোর্ট বা মোডেমের অন্য কোন অপশন থাকলে তা সিলেক্ট করুন। আপনার পিসিতে নতুন হার্ডওয়ার পাওয়ার ডায়ালগবক্স আসবে। এটির cancel বাটনে ক্লিক করুন। এখন আপনি মোডেমের সফটওয়রটি ইনস্টল করুন। প্রথম বার যদি কোন Error message দেখায় তবে পুনরায় কানেক্ট দিয়ে সফটওয়ারটি চালু করুন।
*****************************



আপনার মোবাইল দিয়ে এখন খুব সহজেই জানতে পারেন আপনার সঠিক বয়স। আপনার জন্মতারিখ (দিন-মাস-বছর) সঠিকভাবে বসিয়ে calculate-এ ক্লিক করুন আর তাক্ষনিকভাবে জানুন আপনার র্নিভুল বয়স। Age Calculator: ( 3.58 KB ) Download Link: এইখান থেকে ডাউনলোড করুন আপনার মোবাইলে দেখুন ঝকঝকে বাংলা ক্যালেন্ডার আর উপোভোগ করুন বাংলা দিন, মাস, তারিখ সাথে ইংলিশ তারিখ তো থাকছেই। Bangla Calendar: (25.23 KB) Download Link: এইখান থেকে ডাউনলোড করুন বিঃদ্রঃ software দুটোই jar file তাই Java এবং symbian দুটোতেই চলার কথা। আপনার মোবাইলে software দুটি পরিক্ষা করে দেখুন। বেশিরভাগ সেটেই কাজ হবে বিশেষকরে Nokia-এর সকল Java এবং symbian সেটে।
*****************************